ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

চকরিয়ায় আলীর অকেজো কিডনি প্রতিস্থাপনে পিসফুল ইউনাইটেড ক্লাবের সহায়তা

এম.জিয়াবুল হক, চকরিয়া :: ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী মান্না দে’র সেই সাড়া জাগানো গানের কলি ‘মানুষ মানুষের জন্য’ একজন বিপদগ্রস্ত মানুষ কী একটু সহানুভুতি পেতে পারেনা’। কালজয়ী এ গানের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে এবার সত্যিই সত্যিই একজন অচ্ছল মানুষের পাশে দাঁিড়য়েছে স্বেচ্ছাসেবী সংগঠন চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাবের সর্তীথরা।

পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি মো.জাহেদুল ইসলামের আহবানে সাড়া দিয়ে সংগঠনের সতীর্থরা এগিয়ে এসেছেন মরণব্যক্তি রোগে আক্রান্ত যুবক মোহাম্মদ আলীর অকেজো একটি কিডনি প্রতিস্থাপনে আর্থিক সহযোগিতা দিতে। যুবক মোহাম্মদ আলীর দুইটি কিডনি বর্তমানে অকেজো। চিকিৎসকরা বলেছেন, আপাদত একটি কিডনি প্রতিস্থাপন করা গেলে সুন্দর পৃথিবীতে বেঁেচ থাকার সাহস পাবেন যুবক মোহাম্মদ আলী।

সেই আলোকে সম্প্রতি পিসফুল ইউনাইটেড ক্লাবের শুভাকাঙ্ক্ষী সতীর্থরা অচ্ছল যুবক মোহাম্মদ আলীকে ক্লাবের বিশেষ তহবিল থেকে নগদ চিকিৎসা সহায়তা দিয়েছেন। মোহাম্মদ আলীর হাতে নগদ অর্থ তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন পিসফুল ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা হাসিনা আক্তার, ক্লাবের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়ন।সাংগঠনিক সম্পাদক এস এম পাইলট,যুগ্ন সম্পাদক মোঃ ইউনুস উদ্দিন,মোঃ হাসান,সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল হাসান, সিনিয়র সদস্য মনির উদ্দিন।#

পাঠকের মতামত: