ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

চকরিয়া উপজেলা পরিষদের মাসিক সভায় এমপি জাফর আলম: মাতামুহুরী সেতুর ক্ষতিপুরণের টাকা পাবে প্রকৃত জমি মালিকরা

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে রোববার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর সঞ্চালনায় মাসিক উন্নয়ন সমন্নয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছদুল হক ছুট্টো, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদ উল্লাহ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, সমবায় কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো.আনোয়ারুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান।

সভায় আরও বক্তব্য দেন পশ্চিমবড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মতলব, খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মো.নুরলি আমিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম দুলাল, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, চকরিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সরকারের গৃহিত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। জনগনের কল্যাণে উন্নয়ন অগ্রগতি সাধনে সকল জনপ্রতিনিধিকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

তিনি সভায় বলেন, নতুন মাতামুহুরী সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে। সেইজন্য ইতোমধ্যে জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহন শাখা মাতামুহুরী সেতুর আশপাশ এলাকার মালিকদের কাছ থেকে জমি অধিগ্রহন করেছে। অনেকে ক্ষতিপুরণের টাকা পেয়েছে। তবে এখনো অনেকে অধিগ্রহনের টাকা পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে। তাই বিষয়টির আলোকে যাছাই-বাছাই পুর্বক প্রকৃত জমি মালিকদের হাতে অধিগ্রহন বাবত ক্ষতিপুরণের টাকা নিশ্চিত করতে হবে। ##

পাঠকের মতামত: