ঢাকা,বুধবার, ১ মে ২০২৪

শাপলাপুর ইউপির উপ-নির্বাচনে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মনোয়ারা কাজল নির্বাচিত

সরওয়ার কামাল মহেশখালী ::  মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২৫ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তারা হলেন মনোয়ারা বেগম কাজল  (তালগাছ), ছখিনা বেগম (সূর্যমূখী ফুল) ডেজি আক্তার (বই)। এতে মোট ভোটার ছিল ৫৫৬৭জন, পুরুষ ভোটার ২৭৪৮জন,মহিলা ভোটার ২৮১৯জন। ৩টি কেন্দ্রের ১৪টি বুথে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপ-নির্বাচনে মনোয়ারা বেগম কাজল (তালগাছ) ২০৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছখিনা বেগম (সূর্যমূখী) ৭২০ভোট পেয়েছেন। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বক্ষনিক তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগ্যাজাই মার্মা। নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন মহেশখালী উপজেলা  নির্বাচন অফিসার মোঃ জুলকার নাঈম। আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর। তারা জানান, এ উপ-নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের দায়িত্বে ২জন ম্যাজিস্ট্রেট, ১প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল। বেসরকারি ভাবে নির্বাচিত মনোয়ারা বেগম কাজল এ নির্বাচনের দায়িত্বে থাকা সকলের প্রতি এবং ভোটারদের প্রতি ধন্যবাদ ও  কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য যে, শাপলাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত এ মহিলা আসনের নির্বাচিত মহিলা মেম্বার মনোয়ারা কাজল পদত্যাগ করে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহন করায় আসনটি শুন্য হয়ে যায়। এ শুন্য আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে পূনরায় নির্বাচিত হয়েছেন মনোয়ারা কাজল।

পাঠকের মতামত: