ঢাকা,শুক্রবার, ১৭ মে ২০২৪

কুতুবদিয়ায় উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা

কুতুবদিয়া প্রতিনিধি :: আগামী রবিবার (২৪ মার্চ) তৃতীয় ধাপের কুতুবদিয়া উপজেলা নির্বাচনে নৌকার প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আহমদ উল্লাহর পুত্র আজিজুল হক নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী (সাগর) এর মনোনয়ন প্রথমে বাতিল হওয়ায় নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এক প্রকার বিজয় শো-ডাউনও করেছেন।

এসময় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে-এমন নিরুত্তাপ দেখা দেয় দ্বীপ জুড়ে।

তবে আজিজুল হক হাই কোর্টে আপিল করে মনোনয়ন ও আনারস প্রতীক পেয়ে মাঠে চলে এসে প্রচারণায় নামলে দেখা দেয় বিপত্তি।

সরকারি দলের নৌকা প্রার্থীর প্রতিদ্বন্দ্বি নেই এমন মনোভাবে প্রচারণার প্রয়োজনও পড়েনি। যে কারণে নৌকার প্রচারণায় পোস্টার, ব্যানার কিছুই করা হয়নি। শেষ মূহুর্তে এমন পরিস্থিতির মাঝে বিপাকে পড়েন নৌকার প্রার্থী এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

শেষ মূহুর্তে আইনী জটিলতা শেষে নৌকার প্রার্থীকে নির্বাচনের মাঠে নামতেই হলো উভয় প্রার্থীকে।

আজ বুধবার (২০ মার্চ) দুপুরের পর থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রচারে নামেন।

উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী  বলেন, নৌকার জোয়ার আছেই। শেষ মূহুর্তে তারা একজোট হয়ে প্রচারে নেমেছেন। উন্নয়ন ধরে রাখতে চাইলে দ্বীপবাসী নৌকাতেই ভোট দেবে বলে তিনি মনে করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা বলেন, নির্বাচনে জেতার জন্য প্রচারণা মাত্র দু’দিন এটা যতেষ্ঠ নয়। তবে তারা পুরো উপজেলায় একযোগে ভোটারদের জানিয়ে দিতে সক্ষম। নৌকার জোয়ার সারা দেশেই। কাজেই তিনিও আশাবাদি নৌকার বিজয় হবেই। তবে বাকি ভোটারগণ বিবেচনা করবেন বলেও জানান তিনি।

অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির হায়দার (তালা) ও সাংবাদিক সংগঠক আকবর খাঁন (উড়োজাহাজ) মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছৈয়দা মেহেরুন্নেছা (ফুটবল) ও হাছিনা আক্তার বিউটি (কলসী) তাদের সকলেরই প্রচারণা বেশ তুঙ্গে রয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় ও থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস দৃঢ়তার সংগে বলেন, নির্বাচন ২৪ মার্চই অনুষ্ঠিত হবে এবং নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে থাকবেন প্রশসন।

পাঠকের মতামত: