ঢাকা,শুক্রবার, ১৭ মে ২০২৪

কক্সবাজারে ভোরের ডাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মোহাম্মদ হাসিম, কক্সবাজার ::

জাতীয় দৈনিক ভোরের ডাকের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে কক্সবাজারে। এ উপলক্ষে আজ ২০ মার্চ সকাল ১১টায় ভোরের ডাক কক্সবাজার কার্যালয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভোরের কার্যালয়ে ফিরে আসে।

র‌্যালীতে নেতৃত্ব দেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সৈকতের সম্পাদক মাহবুবর রহমান। অন্যদের মধ্যে অংশ নেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, দৈনিক ইনকিলাবের কক্সবাজার আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, দৈনিক সৈকতের বার্তা প্রধান ও কক্সবাজার ভিশন ডটকমের সম্পাদক আনছার হোসেন, ডেইলি নিউজ টুডে’র মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক সংগ্রামের কক্সবাজার প্রতিনিধি কামাল হোসেন আজাদ, চ্যানেল আই’র কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক, বাংলা ভিশনের কক্সবাজার প্রতিনিধি এম.আর খোকন, বিশিষ্ট কবি ও সাংবাদিক রুহুল কাদের বাবুল, দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার প্রতিনিধি গোলাম আজম খান, ডিসকভার কক্স’র পরিচালক সাপ্তাহিক বীচ নিউজের বার্তা সম্পাদক আবদুল্লাহ নয়ন, দৈনিক বণিক বার্তার কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি সাঈদ আলগীর, ডেইলি সানের কক্সবাজার প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল, দৈনিক দিনকালের কক্সবাজার প্রতিনিধি নুরুল ইসলাম হেলালী, দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক আমাদের নতুন সময়’র কক্সবাজার প্রতিনিধি সৈয়দ আলম, দৈনিক আমাদের কক্সবাজারের চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, দৈনিক সাগর দেশের পরিচালনা সম্পাদক এ এইচ সেলিম উল্লাহ, ভয়েস অব আমেরিকার কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিল, দৈনিক জনকণ্ঠের কক্সবাজার প্রতিনিধি এইচ এম এরশাদ, এনটিভি’র কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবদুল্লাহ, সাংবাদিক লায়ন জিয়াউল করিম, একুশের টিভি’র কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজ, দৈনিক সংবাদ’র জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ছিদ্দিকী, দৈনিক কক্সবাজার প্রতিদিন’র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক গণসংযোগের সম্পাদক জসিম উদ্দিন কিশোর, র‌্যালী পরিচালনা করেন ভোরের ডাকের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ হাসিম।

এর আগে রাতে কেক কেক কেটে বর্ষপূর্তি পালিত হয়। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার। এছাড়াও রাতে কক্সবাজারের স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: