ঢাকা,সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় পার্টির এমপি মো: ইলিয়াছ এর ব্যানার আগুনে পুড়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

চকরিয়া-পেকুয়া আসনে এমপি  ও ১৪দলীয় জোটের শরীক জাতীয় পাটির প্রার্থী মো: ইলিয়াছ এর প্রচারণা মুলক ব্যানার ছিড়ে দিয়েছে আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী। আজ বিকালে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজিত জনসভায় আসার পথে পৌরশহরের মাতামুহুরী ব্রিজ পয়েন্টে সংসদ সদস্য ইলিয়াছ এমপির একটি ব্যানার ছিল।ছিকলঘাটা থেকে মিছিল নিয়ে পেৌর সদরের বাস টার্মিনালের জনসভায় যাওয়া পথে মিছিলকারীরা ব্যানারটি ছিড়ে ফেলে আগুনে পুড়িয়ে দিয়েছে। অনুরুপ ভাবে বাসটার্মিনালের পাশে লাগানো অপর একটি ব্যানারটি ছিড়ে মাটিতে ফেলে দিয়েছে অভিযোগ উঠেছে। ওই ব্যানারটিতেও ইলিয়াছ এমপির ছবির বেশীর ভাগ অংশটি কেটে দিয়েছে ।

আজকে চকরিয়া বাসটার্মিনালের এক জনসভায় আ’লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য রাখার কথা ছিল।মন্ত্রী সমাবেশে আসার পথে যাতে ইলিয়াছ এমপির ছবিটি চোখে না পড়ে সে জন্যে এ কান্ড ঘটানো হয় বলে চকরিয়া উপজেলার বেশ জন জাতীয় পাটির সমর্থকরা অভিযোগ করেন। এ ছাড়াও এমপি ইলিয়াছের পিএ নাজেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সংবাদ কর্মীদের কাছে অভিযোগ করেছে।

পাঠকের মতামত: