ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রচারণা শুরু

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। এতে মেয়র পদে ৫ জনসহ সংরক্ষিত ৪টি ওয়ার্ড ও ১২টি সাধারণ ওয়ার্ডে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বুধবার বিকেলে, প্রতীক বরাদ্ধ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক। আগামী ২৫ জুলাই ১২টি ওয়ার্ডের ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কক্সবাজার পৌরসভায় ভোটার রয়েছে ৮৩ হাজার ৭২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৩৭৩ জন ও নারী ভোটার ৩৯ হাজার ৩৫৫ জন। এর আগে, ২০১১ সালে কক্সবাজার পৌরসভায় সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত: