ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৩০ বছর পূর্নমিলনী উৎসব সম্পন্ন

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

রামুর ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৩০ বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী উৎসব ১৮ জুন সকালে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী এমরানের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনছুর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুলতানা সুকন্যা বাসার তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম,সাবেক চেয়ারম্যান আবদুল করিম,নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম,ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন,সাবেক সহকারী প্রধান শিক্ষক মোকতার আহমদ,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবু শামা, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আলম,সরওয়ার কামাল,হারুনর রশিদ,এমডি ফারুক। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,প্রাক্তন শিক্ষার্থী শের আলী পিপিএম, মুফিদুল আলম,এডভোকেট নুরুল হুদা ইমন, সায়েম মোহাম্মদ শাহীন,মুসলেম উদ্দিন,জিদনি আন নাহিয়ান জিদান,ফয়সাল আল ফিরোজ, মোস্তফা কামাল,নুরুল আলম ইমন ও ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগরসহ আরো অনেকে। অনুষ্টানের ফাঁকে ফাঁকে প্রাক্তন শিক্ষার্থীদের স্থৃতিচারন হয়। পরে উচ্ছাস নামক একটি ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয় বনাঢ্য পরিসরে। ৩০ বছর পূর্ণমিলনী উৎসবে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সমাজ আপন মনের মাধুরী মিশিয়ে ক্ষনিকের জন্য এ বিদ্যাপীঠকে আলোকিত করে তুলে ছিল।

পাঠকের মতামত: