ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

ঈদগাঁওতে সুপারি গলি সড়কটি ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট পথচারী

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

জেলা সদরের ঐতিহ্যবাহী বানিজ্যিক এলাকা ঈদগাঁও বাজারের সুপারি গলি সড়কের ড্রেনটি ভরাটসহ চলাচল রাস্তায় যত্রতত্র স্থানে ময়লা আবর্জনায় ভরপুর হয়ে উঠেছে। এসব ময়লা পুরো বাজারে ছড়িয়ে পড়ে যেন দুর্গন্ধে পরিবেশ বিষিয়ে তুলছে লোকজনকে। এছাড়া নিয়মিত বর্জ্য অপসারণ না করায় দুর্গন্ধ বৃদ্ধি পাচ্ছে। এদিকে ডাস্টবিনের অভাবে ঈদগাঁও বাজারের চতুর্দিকে অবস্থিত বসতবাড়ির আশপাশের ড্রেনেও যাবতীয় ময়লা ফেলছে অনেকে। ফলে বাজারের অধিকাংশ ড্রেন ভরে গেছে ময়লা-আবর্জনার স্তুপে পরিনত হয়ে পড়ছে। তাই সামান্য বৃষ্টি হলেও পানি সুষ্টভাবে চলাচল করতে না পারায় জলাবদ্ধতায় রূপ নিয়েছে ড্রেনগুলো। তবে সূত্রে মতে, ঈদগাঁও বাজার পূর্বে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করা হলেও কিছু কতিপয় মহল রাতের অন্ধকারে বসতবাড়ীর ময়লা ছাড়াও পুরো বাজার এলাকা প্রতিনিয়ত পরিস্কার করে ঐ স্থানের খোলা ড্রেনে নিক্ষেপ করানোর ফলে এহেন অবস্থার সৃষ্টি ড্রেনের। সরেজমিন ঘুরে দেখা যায়, সুপারি গলি থেকে শুরু করে বাজারের অাশপাশে জমে রয়েছে ময়লার স্তুপ। যে কয়েকটি ডাস্টবিন রয়েছে সেগুলোও ব্যবহার না করে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। আবার ঈদগাঁওর কাঁচাবাজার হয়ে সুপারী গলি সড়ক দিয়ে বাশঁঘাটাসহ ইসলামাবাদের বিভিন্ন এলাকায় আসা যাওয়া করে থাকে অসংখ্য লোকজন। কিন্তু সত্যজনক হলেও দু:খ যে, এ সড়ক হয়ে যাতাযাতকারী মানুষজন চলাচলে অনিহা প্রকাশ করছে শুধুই দুগন্ধের কারনে। অবিলম্বে সুপারিগলি সড়কের অাবর্জনা মুক্তসহ ড্রেনটি পরিস্কার করে জন চলাচলের সু ব্যবস্থা করার দাবী সচেতন এলাকাবাসীর। তবে  সচেতন ব্যবসায়ী হাসান তারেক জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে স্ব শরীরে গিয়েও ব্যর্থ হয়েছি। বিগত একবছর ধরে ড্রেনটি সংস্কারে
কেউ এগিয়ে আসছেনা। অন্যদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত: