ঢাকা,বুধবার, ১ মে ২০২৪

চকরিয়ায় ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড় আবুল কালামের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কক্সবাজার জেলা কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির নেতা কমরেড় আবুল কালাম গতকাল মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে হার্ট এ্যাটাকে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজার আগে তার সংক্ষিপ্ত স্মৃতি চারণ মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সরওয়ার আলম, বিএনপি নেতা মাষ্টার জাকারিয়া, কৈয়ারবিলের সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী, মেম্বার ইউসুপ আলী, উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন হাসান শাহেদ, যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ সভাপতি কাইছার আলম, খোরশেদ আলম মেম্বার, মাষ্টার ছাবের আহমেদ, যুবমৈত্রী নেতা ওসমান গনিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আবুল কালামের নামাজে জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শতশত মানুষ অংশগ্রহন করেন। তার কবরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানায় ওয়ার্কার্স পার্টি, ছাত্র মৈত্রী, ক্ষেতমজুর সমিতি ও জাতীয় কৃষক সমিতির নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: