ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে ইইউ

অনলাইন ডেস্ক ::

রাখাইনে রোহিঙ্গা হত্যাযজ্ঞের ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর বিরূদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

আগামী সোমবার, জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ’র দু’জন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবারের ঘোষণায় থাকতে পারে অভিযুক্ত সেনা সদস্যদের নামের তালিকা।

এরইমাঝে, নেইপিদো’র ওপর যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে একই পথে হাঁটছে ইইউ। ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো সিদ্ধান্তের ঘোষণা আসলে সেটা হবে রোহিঙ্গা ইস্যুতে ইউরোপের নেয়া সবচেয়ে কঠিন পদক্ষেপ।

গেলো আগস্টে, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে ধর্ষণ ও হত্যা করে সেনাবাহিনী। প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখের বেশি রোহিঙ্গা। জাতিসংঘ, এই ঘটনাকে জাতিগত নিধণ হিসেবে আখ্যা দিলেও, সব অভিযোগ অস্বীকার করেছে সু চি প্রশাসন।

পাঠকের মতামত: