ঢাকা,বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

তথ্য প্রযুক্তির অপব্যবহার সমাজে ফিতনা ছড়িয়ে দিচ্ছে -রামুতে দেওবন্দের মুহতামিম

sommelon_1সোয়েব সাঈদ, রামু :::

ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মূফতি আবুল কাসেম নোমানী বলেছেন, কবিরাহ গুনাহ ত্যাগ করা ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যায় না। আজ নৈতিক অবক্ষয় এমন চরম আকার ধারন করেছে যার ফলে কবিরাহ গুনাহে লিপ্ত হওয়াটাকে অপরাধ বলেও মনে না করার দুঃখজনক প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে। এমন কবিরাহ গুনাহের মধ্যে অন্যতম হলো ছবি উঠানো। এখন তথ্য প্রযুক্তির অপব্যবহার করে কবিরাহ গুনাহ সমাজে ফিতনা ছড়িয়ে দিচ্ছে। যাবতীয় কবিরাহ গুনাহসমূহ ত্যাগ করার মধ্যদিয়ে পরিশুদ্ধ সমাজ গঠন সম্ভব। কক্সবাজারের ৩১তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন প্রধান মেহমান এর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) রামু কলেজ মাঠে আয়োজিত দুই দিন ব্যাপী এ বিশাল সম্মেলনে প্রথম দিনে বিশেষ বক্তা হিসেবে তাকরির পেশ করেন, সিরাজগঞ্জের আল্লামা আব্দুল বাসেত খান, ঢাকার আল্লামা খোরশেদ আলম কাসেমী, জামেয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষক মাওলানা কাজী আখতার হোছাইন। সম্মেলনে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, জামেয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর সদরে মুহতামিম মাওলানা মূখতার আহমদ, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবুল হাসান, কক্সবাজার রহমানিয়া মাদরাসার মাওলানা নাজের হোছাইন, মহেশখালী মাতারবাড়ি আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার মাওলানা হাফেজ ইউসুফ।

 কক্সবাজার লালদিঘী জামে মসজিদের খতীব মাওলানা ক্বারী আতা উল্লাহ ও সম্মেলন বাস্তায়ন কমিটির প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় সম্মেলনে আরো তাকরির পেশ করেন, পোকখালী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু সাঈদ, মাওলানা ইমাম জাফর আলম, চকরিয়ার মাওলানা সরওয়ার আলম কুতুবী।

সম্মেলনে বিশিষ্ট আলেম ওলামা সহ হাজারো ইসলামপ্রিয় জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) মহাসম্মেলনের সমাপনী দিবসে গুরুত্বপূর্ণ তাকরির করবেন ইসলামী সম্মেলন সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (ইত্তেহাদুল মাদারিস) এর সেক্রেটারী জেনারেল আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী, সম্মেলন সংস্থার সেক্রেটারী জেনারেল ও ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, সিরাজগঞ্জের আল্লামা আব্দুল বাসেত খান, আল্লামা জুনাইদ আল হাবীব প্রমুখ।

 সমাপনী দিবসে ইসলামী মহাসম্মেলনে দলমত নির্বিশেষে সকলকে স্বতঃস্ফূর্তভাবে শরিক হওয়ার আহবান জানিয়েছেন, সম্মেলন সংস্থার জেলা সভাপতি মাওলানা মূখতার আহমদ, নির্বাহী সভাপতি মাওলানা মুহাম্মদ মুসলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী ও নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মোহছেন শরীফ।

 উল্লেখ্য ২দিন ব্যাপী এ আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন কক্সবাজারস্থ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে চলমান ‘আইসিসি অনুর্ধ ১৯ বিশ্বকাপ’ ক্রিকেটের কারনে স্থান পরিবর্তন করে রামু কলেজ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হচ্ছে।

পাঠকের মতামত: