ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আলীকদমে বিশ্ব খাদ্য দিবস পালিত

ssssssssssssআলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::

‘অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও’ স্লোগানকে মূলসুর করে বান্দরবানের আলীকদমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্প অফিসের সহযোগিতায় মঙ্গলবার বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরূমে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুন ইয়াকুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মর্তুজা, খামারবাড়ি প্রকল্প সমন্বয়ক সান্তুনু মহাজন, কারিতাস-খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা মিসেস জেসমিন চাকমা প্রমুখ। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কারিতাসের উদ্যোগে ৫০ জন উপকারভোগীর মাঝে চাহিদা ভিত্তিক আলু চারা বিতরণ করা হয় এবং ৩০ জন কৃষকের মাঝে ভার্মি কম্পোস্ট সহায়তা প্রদান করা হয়।

পাঠকের মতামত: