ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৪৫ মন্ডপ ও মন্দির কমিটির মাঝে অনুদানের টাকা বিতরণ

Chakaria Picture 25-09-2017

চকরিয়া অফিস:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌরসভার ৪৫টি মন্ডপ, ৩৮টি ঘটপুজা ও মন্দির কমিটির মাঝে ১৩ লাখ ৩২ হাজার পাঁচশত নগদ টাকা বিতরণ করা হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের দেয়া ৪১ মেট্রিক টন চাউলের বিপরীতে প্রাপ্ত সমুদয় অর্থ বন্টনের মাধ্যমে উপজেলা পুজা উদযাপন পরিষদের কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মন্ডপ ও মন্দির কমিটির কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিভাবে গতকাল সোমবার বিকালে অনুদানের টাকা তুলে দেন। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাশের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি ও জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এমআর চৌধুরী, মাতামুহুরী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান। উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা কৃষি ব্যাংক কক্সবাজার জোনের সিবিএ সভাপতি সুদাম দাশ, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির কমিটির সভাপতি প্রদীপ দাশ, পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সাধারণ সম্পাদক নিলুৎফাল দাশ, সহ-সভাপতি সুজিত দাশ, উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক কৃষ্ণ কান্তি দে, সদস্য সুধাশু দাশ, তপন সুশীল, সাংগঠনিক সম্পাদক সুধীর দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন দাশ, সদস্য সমীর দাশ, উপজেলা প্রচার সম্পাদক ডা.সুমন কান্তি দাশ, পৌরসভা কমিটির প্রকাশনা সম্পাদক রাজু দাশ, উপজেলা দপ্তর সম্পাদক কৈলাশ দাশ, প্রচার সম্পাদক অনিল দাশ, পৌরসভা কমিটির সদস্য রাজীব দাশ। অনুষ্ঠানে গীতা পাঠ করেন উপজেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক মিন্টু রুদ্র। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিটি মন্ডপ ও মন্দির কমিটির সভাপতি, সম্পাদক এবং হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন। #

 

পাঠকের মতামত: