ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

খালেদা জিয়াকে কটূক্তি করায় অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলা

4b6033ab179b6b2b10fa0c12e7e37a79-59895aaed5a6dঅনলাইন ডেস্ক :::

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিএনপির এক নেতা। একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে কটূক্তি করায় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান এ মামলা করেন।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী এ মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। তবে এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান বিচারক।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী একেএম জিল্লুর রহমান।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২ আগস্ট চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ নামের অনুষ্ঠানে অপু উকিল বলেন, ‘‘খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। তিনি ইতোমধ্যে তাজ হোটেলে একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনসহ জামায়াতের অনেক নেতা উপস্থিত ছিলেন। এমনকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অনেক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বৈঠকের মূল বিষয় ছিল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবেই হোক হত্যা করতে হবে। এটা পরের দিন আমাদের সময় ডট কম নামের অনলাইন পত্রিকায় ‘তাজ হোটেলে বিএনপির বৈঠকে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সেখানে অপু উকিলের একটি ছবিও ছাপা হয়।’

মামলায় বাদী আরও উল্লেখ করেছেন, ‘সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি মনে করি, এ ধরনের মন্তব্যে খালেদা জিয়ার সামাজিক ও রাজনৈতিক মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া তিনি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

পাঠকের মতামত: