ঢাকা,শনিবার, ১৮ মে ২০২৪

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী দূর্নীতি দমন কমিশন কর্তৃক পুরস্কৃত

cox-collegeকক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ৩য় বর্ষের মেধাবী ছাত্রী আছিয়া ইসলাম সাবা দূর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” শীর্ষক রচনা প্রতিযোগিতায় সারা দেশে ২য় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। তার এই সাফল্যে কক্সবাজার সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। এই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য অদ্য ২৮/০৩/২০১৭খ্রিঃ তারিখ কক্সবাজার সরকারি কলেজ পরিবার এক শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক, ইংরেজি বিভাগের অধ্যাপক মন্ডলীসহ অন্যান্য বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। কলেজ অধ্যক্ষ পুরস্কৃত শিক্ষার্থীকে ভবিষ্যতে আরো সৃজনশীল মেধা বিকাশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার নিজের এবং প্রতিষ্ঠানের ভাবর্মূতি উজ্জ্বল করার জন্য নিরন্তর প্রয়াসে সচেষ্ট হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, যুব সমাজ যদি মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে আসে এবং তাদের অধিকার ও দায়িত্ব সচেতনতায় আন্তরিক হয়, তবে সমাজ থেকে দূর্নীতি বহুলাংশে নিরশন হবে। উল্লেখ্য যে, আগামী ১লা এপ্রিল ২০১৭ ইংরেজি তারিখে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম, ঢাকায় দূর্নীতি দমন কমিশন কর্তৃক তাকে পুরস্কৃত করা হবে।

পাঠকের মতামত: