ঢাকা,বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

খুটাখালীতে সামাজিক বনায়নের দলিল নিয়ে ব্যবসা!

বিশেষ প্রতিবেদক:
চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটে টাকা ছাড়া মিলছেনা সামাজিক বনায়নের দলিল। দলিলের নামে চলছে রমরমা ব্যবসা। বিট অফিসার, ফরেস্টার মিলে গড়ে ওঠেছে সিন্ডিকেট। ওই সিন্ডিকেটকে উপকারভোগীদের বাধ্য হয়ে দিতে হচ্ছে দলিল প্রতি সাড়ে ৩ হাজার টাকা। ইতোমধ্যে প্রায় ৫০ জন উপকারভোগী দলিলের জন্য টাকা জমা করেছেন। তবে, যারা নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করেছেন তাদের হাতেই দলিল হস্তান্তর করা হয়। টাকার জন্য আটকে আছে অনেক অসহায় উপকারভোগীর দলিল।
নাম প্রকাশ না করার অনুরোধে ভোক্তভোগী উপকারভোগী নারী অভিযোগ করেন, তিনি অসহায়। দলিলের জন্য তিনি ৩ হাজার ৪০০ টাকা দিয়েছেন। আরো ৮০ টাকা দিতে হবে জানিয়ে তাকে দলিল দেওয়া হচ্ছেনা। তিনি অভিযোগ তুলেছেন খোদ বিট কর্মকর্তা আবদুর রাজ্জাকের বিরুদ্ধে। ওই নারী জানান, বিট অফিসারকে অনুরোধ করার পরও মাত্র ৮০ টাকার জন্য তাকে দলিল দেয়া হয়নি।
এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে বিট অফিসার আবদুর রাজ্জাক এ সংক্রান্ত কোন অভিযোগ তার কাছে নেই বলে জানান।
এ প্রসঙ্গে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) কেরামত উল্লাহ মল্লিক জানান, দলির জন্য টাকা নেয়ার কোন বিধান নেই। সঠিক অভিযোগ, তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: