ঢাকা,শুক্রবার, ১৭ মে ২০২৪

আত্মসমর্পণের পর কারাগারে সোহেল

shohelঅনলাইন ডেস্ক :::

নাশকতার ৪১ মামলায় বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খানের করা জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন  আদালত। রোববার সকালে ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। আবেদন নাকচ করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির ২৪টি মামলায় বিএনপির এই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু মোহাম্মদপুর থানার একটি মামলায়ও বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সোহেলের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ জানান, আদালতে আত্মসমর্পণ করে ৪১টি জামিন আবেদন করেন বিএনপি নেতা সোহেল। বাকি সব মামলার জামিন শুনানি পর্যায়ক্রমে হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত: