ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

চকরিয়ায় কলেজ ছাত্রের সঙ্গে বাস হেলপারের দুর্ব্যবহারের অভিযোগ : গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার, চকরিয়া :
কক্সবাজার সরকারী কলেজে পড়ুয়া চকরিয়ার এক শিক্ষার্থীর সঙ্গে যাত্রীবাহী শ্যামলী পরিহনের একটি বাসের সহকারী দুর্ব্যবহার করার জের ধরে ক্ষুদ্ধ ছাত্ররা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারায় জড়ো হয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে যানবাহন শ্রমিকেরাও পৌরবাস টার্মিনাল এলাকায় কয়েকটি যানবাহন আড়াআড়ি করে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে প্রায় আধঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এই মহাসড়কে। এই অবস্থায় সড়কের উভয়দিকে আটকা পড়ে শত শত যানবাহন। পরে অবশ্য থানা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর একটার দিকে ডুলাহাজারা এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে কলেজে পড়ুয়া স্থানীয় বেশকিছু ছাত্র যাত্রীবাহী একাধিক যানবাহনে ঢিল ছুঁড়ে গ্লাস ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহন মালিক-শ্রমিকেরাও সড়কে কয়েকটি গাড়ি আড়াআড়িভাবে রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা গাড়ি ভাঙচুরে জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাস টার্মিনাল এলাকায় ছুঁটে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী বলেন, ‘শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে কক্সবাজার সরকারী কলেজের এক ছাত্র চকরিয়া আসছিল। পথিমধ্যে ঠুনকো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ওই বাসের সহকারীর সঙ্গে। এ ঘটনার পর মুঠোফোনে ডুলাহাজারা এলাকায় ব্যারিকেড দিয়ে শ্যামলী বাসটি আটকাতে নির্দেশ দেয়। এ সময় ডুলাহাজারায় অবস্থান করা ছাত্ররা কয়েকটি বাসে ঢিল ছুড়ে ভাঙচুর চালায় বলে শুনেছি। এর প্রতিবাদে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় ব্যারিকেড দেয় পরিবহন শ্রমিকেরা।’
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘পরিবহন শ্রমিক ও কলেজ ছাত্রদের এহেন ঘটনা শুনে তাৎক্ষণিক থানা ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি শান্ত হয়ে আসলে মহাসড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’

পাঠকের মতামত: