ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

ডুলাহাজারায় জঙ্গি সন্ত্রাস মাদক ও দুর্নীতি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

no-dragsনিজস্ব প্রতিবেদক ::::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় জনস্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতির তথ্য প্রকাশকারীর প্রতিনিধি সমাবেশ ও জঙ্গি সন্ত্রাস মাদক ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ২টায় ডুলাহাজারার রিংভং পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগান্তরের লামা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ডুলাহাজারা ইউনিয়নের সাবেক ইউ.পি মেম্বার এবং সংস্থার প্রতিনিধি মো: আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জিয়াউল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ.কে.এম জিসাদুল হক তানিম, বাবু সুনীল চন্দ্র দাশ, লিয়াকত আলী, কলিমুল্লাহ, মাষ্টার শ্যামল, আলী আক্কাছ, নুরুল হাকিম, কাদের হোছাইন, বীর মুক্তিযোদ্ধা অর্জুন শুক্ল দাশ (এল.এন.জি.ম্যান, কমান্ডার), মাওলানা আবুল মনছুর ফকির, রমজান আলী, নাছির উদ্দীন, মাওলানা মুহী উদ্দীন, আব্দুল গণি প্রমূখ। কক্সবাজার ও বান্দরবান জেলার ১০টি উপজেলার জনস্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতির তথ্য প্রকাশকারীর সংস্থার প্রতিনিধিগণ সমাবেশে উপস্থিত ছিলেন তারা হলেন জাফর আলম, মোঃ ছাদেক, জাফর আহম্মদ, প্রকাশ কান্তি দাশ, মিলন চন্দ্র দাশ, হেলাল উদ্দীন, মৃদুল কান্তি দাশ, আহম্মদ ছৈয়দ, বেলাল উদ্দীন, গিয়াস উদ্দীন, বাহাদুর হক, নুরুল আমিন, নুরুল আবচার, হারুনুর রশিদ, নবি উল্লাহ, নজরুল ইসলাম, নুর আয়েশা, নাছরিন পারভীন সোলতানা, নুরুল ইসলাম মিন্টু। উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন জনস্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতির তথ্য প্রকাশকারীর সংস্থার প্রতিনিধিগণ।

পাঠকের মতামত: