ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় চিংড়িঘের ও লবণ মাঠ জবরদখলের প্রস্তুতিকালে র‌্যাবের অভিযান ৫টি দেশীয় তৈরি বন্ধুক, ৯৮ রাউন্ড কাতুর্জ উদ্ধার, আটক ৪

র‌্যাব কক্সবাজারের এসপি আবু সালাম চৌধুরী বলেন, সোমবার দিবাগত রাতে চকরিয়া উপজেলার চিংড়িজোনের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের একটি চিংড়িঘের ও লবণ মাঠ জবর দখলের প্রস্তুতি নিচ্ছিলেন একদল অস্ত্রধারী। গোপনে বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের একটি আভিধানিক টিম টহলরত অবস্থায় তাৎক্ষনিক ওই এলাকায় পৌঁছে অভিযান শুরু করেন। ওই সময় র‌্যাবের উপস্থিতে টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৪ অস্ত্রধারীকে আটক ও তাদের কথামত একটি টংঘর থেকে দেশীয় তৈরি ১টি এলজি, ৪টি এক নলা লম্বা বন্ধুক, ৯৮ রাউন্ড কাতুর্জ, তাদের ব্যবহৃত একটি একটি সিএনজি অটোরিক্সা গাড়ি ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, র‌্যাবের অভিযানের বিষয়টি শুনেছি। তবে গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত আটককৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্রসস্ত্র চকরিয়া থানায় হস্তান্তর করা হয়নি। ##

পাঠকের মতামত: