ঢাকা,শুক্রবার, ১৭ মে ২০২৪

চকরিয়ায় ঢোল পিঠিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পূর্ব নিজপানখালী এলাকায় আদালতের নির্দেশে লাল পতাকা টাঙ্গিয়ে ডাক-ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত কর্তৃপক্ষ।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সিনিয়র সহকারী জজ আদালত কর্তৃপক্ষের উপস্থিতিতে জমির মালিক আবুল কাসেমকে এ জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পূর্ব নিজপানখালী এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে আবুল কাসেম ২০০০ সালে নিজপানখলী মৌজার ৩০শত জমি নিয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, চকরিয়া হকসহি মিচ মামলা ৭/২০০০ দায়ের করেন। এ মামলায় র্দীঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত বাদী আবুল কাসেমের পক্ষে রায় ঘোষণা করেন। প্রায় দুইযুগ পরে ভুক্তভোগী মামলার বাদী তার জমির দখল ফিরিয়ে ফেলেন।

বুধবার দুপুরে ওই রায়ের প্রেক্ষিতে আদালত কর্তপক্ষ সরেজমিনে গিয়ে ওই জমিতে লাল পতাকা টাঙ্গিয়ে ডাকঢোল পিটিয়ে জমির মালিককে দখল বুঝিয়ে দেন।

এ সময় সিনিয়র সহকারী জজ আদালত, চকরিয়ার নাজির হামিদুল হক, জারীকারক জসিম উদ্দিন , জারীকারক ওয়াহিদুল করিম, চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই) মোহাম্মদ আল ফোরকান, চকরিয়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিনিয়র সহকারী জজ আদালত, চকরিয়ার নাজির হামিদুল হক বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে মামলার বাদী আবল কাসেমকে লাল পতাকা টাঙ্গিয়ে ডাকঢোল পিটিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও সাংবাদিকের উপস্থিতিতে জমির দখল বুঝিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।

পাঠকের মতামত: