ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

 চকরিয়ায় জামায়াতে ইসলামীর বন্যাদুর্গতদের কাছে খাদ্য সামগ্রী বিতরণে -আব্দুল্লাহ আল ফারুক৷

sdr

প্রেস বিজ্ঞপ্তি ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৷ ১১ই আগষ্ট সকাল ৯টায় ইউনিয়নের মিনিবাজারে প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী(চাউল) উপহার দেওয়া দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক৷

এসময় প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী চকরিয়ার বন্যা কবলিত অসহায় মানুষের পাশে রয়েছে। কোনো ষড়যন্ত্রই আমাদেরকে আর্ত-মানবতার কল্যাণে কাজ করা থেকে বিরত রাখতে পারবে না । নানা বাধা-বিপত্তি থাকা সত্তেও মজলুম সংগঠন জামায়াতে ইসলামী বন্যাদুর্গতদের পাশে সাধ্যমত সহায়তার হাত প্রসারিত করেছে। এই মুহূর্তে দেশের বিত্তশালী ও হৃদয়বানদের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার জামায়াতের আমীর আরিফুল কবির। এতে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার মোহাম্মদ হোছাইন, কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী, কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা শাহাদাত হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চকরিয়া উপজেলা সেক্রেটারী এইচ এম রুহুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাকারা ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন, কাকারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা শফিউল আলম, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামরুল হাসান সাঈদী, জহিরুল ইসলাম, মোয়াররেফ হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: