ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

৩০টি ঘোড়া জবাই করার কথা স্বীকার করেছে

গরু বলে ঘোড়া জবাই করে বিক্রি, প্রতারক কসাই মাহাবুব গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা :: পবিত্র শবে কদর উপলক্ষে উখিয়ার মরিচ্যায় রাতের অন্ধকারে গরু হিসেবে বিক্রির জন্য ঘোড়া জবাই করা সেই আলোচিত প্রতারক কসাই মাহাবুবকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের রামুতে ৩ কিলোমিটার পাহাড় ও খালে ধাওয়া করে কসাই মাহাবুকে ধরতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব কক্সবাজারের সিপিসি কম্যান্ডার আনোয়ার হোসেন শামীম জানান, দুইদিন ধরে মাহাবুকে ধরার চেষ্টা করছিলেন তারা। তারই প্রেক্ষিতে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারী। পরে গোপন সংবাদের ভিক্তিতে আজ বুধবার দুপুরে রামুর খুনিয়াপালং’র বড়ডেবা এলাকা থেকে মাহাবু কসাইকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিঙ্গাসাবাদে ‌মাহাবুব ৩০টি ঘোড়া জবাই করার কথা স্বীকার করেছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

গরু হিসেবে ঘোড়া জবাই করা মাহাবুব র‌্যাবের হাতে ধরা পড়ার ঘটনায় উখিয়া ও রামু উপজেলার সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতের রোগাক্রান্ত ও অসুস্থ ঘোড়া অল্প দামে কিনে এনে সে জবাই করে গরুর মাংস হিসাবে বিক্রি করতো কসাই মাহাবুব।

পাঠকের মতামত: