ঢাকা,বুধবার, ১৫ মে ২০২৪

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে শেখ রাসেল গণ পাঠাগার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি :: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের নিচ তলায় শেখ রাসেল গণ পাঠাগার উদ্বোধন হয়েছে।
বুধবার ২০ জুলাই বেলা ১২টায় বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি, পিএসসি।
বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কক্সবাজার সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, দুদক কক্সবাজারের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম ও কউক সচিব আবু জাফর রাশেদ।
বক্তব্য রাখেন বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কক্সবাজার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, ডেইলি স্টার প্রতিবেদক মুহাম্মদ আলী জিন্নাত, দৈনিক সমুদ্রকন্ঠ সম্পাদক মঈনুল হাসান পলাশ, ইন্টারন্যাশনাল স্কুল অধ্যক্ষ রফিকুল ইসলাম ও আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন শিক্ষক বুলবুল এ জান্নাত, বাংলাভিশন প্রতিনিধি এম.আর খোকন, মোহনা টিভি প্রতিনিধি আমানুল হক বাবুল, আমরা কক্সবাজারবাসীর সাংগঠনিক সম্পাদক শেখ মহসীন, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, নারী সংগঠক মমতাজ সফিনা আজিম ও মানবাধিকার সংগঠক জাফর আলম দিদার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কক্সবাজার কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন আজাদ।

 

পাঠকের মতামত: