ঢাকা,বুধবার, ১৫ মে ২০২৪

নতুনরা যোগদান করবে ২৪ জুলাই

কক্সবাজারের ৯ সার্ভেয়ারকে একযোগে প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি :: সার্ভেয়ার আতিক ২৩ লাখ টাকা সহ ঢাকা বিমানবন্দরে আটকের জেরে কক্সবাজারে ভুমি অধিগ্রহন শাখায় কর্মরত ৯ সার্ভেয়ারকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৯ জন সার্ভেয়ারকে কক্সবাজারে সংযুক্ত করেছে ভুমি মন্ত্রণালয়।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, ২৩ লাখ টাকা সহ ধৃত আতিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশপাশি দুদকের মামলা চলমান রয়েছে। এছাড়া ভুমি অধিগ্রহন শাখার দুর্ণীতি ঠেকাতে জেলায় কর্মরত ৯ সার্ভেয়ারকে একযোগে প্রত্যাহার ও সংযুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রত্যাহার হওয়া সার্ভেয়াররা এখনো কক্সবাজার রয়েছে। নতুনরাও আসেননি। তবে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে নবাগতদের কাজে যোগদান করতে হবে এবং পুরাতনদের কক্সবাজার ছাড়তে হবে।

পাঠকের মতামত: