ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

কক্সবাজার সরকারি কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রেস বিজ্ঞপ্তি :: জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি- ২০২২ এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কক্সবাজার সরকারি কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২২ পালিত হয়। “বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কাসেম এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন কমিটির আহবায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও কমিটির সদস্য মধুছন্দা দেওয়ানজী, সহকারী অধ্যাপক, প্রাণিবিজ্ঞান বিভাগ ও মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক, রসায়নবিদ্যা বিভাগ। আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হারুন অর রশীদ, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসনাত মোঃ মফিজুল হক, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অরুন বিকাশ বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাং রেজা খান হেলালী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ অহিদুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মফিদুল আলম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অলক চক্রবর্তীসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পুরো কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২২ সম্পন্ন করা হয়।

 

পাঠকের মতামত: