ঢাকা,বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

ভারতে মোহাম্মদ (সাঃ) নিয়ে কটাক্ষের প্রতিবাদে

চকরিয়ায় প্রধান সড়কে মুসল্লীদের বিক্ষোভ

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::
ভারতের বিজেপি নেত্রী নূপুর শার্মা কর্তৃক বিশ্বনবী মহাম্মদ (সা) নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চকরিয়াতে দফায় দফায় ব্যাপকহারে বিক্ষোভ করেছে ইসলাম ও নবীপ্রেমী জনগণ।
আজ ১০শে জুন বাদেজুমা চকরিয়া পৌরশহরের সোসাইটি মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে,পরে মিছিল সহকারে যোগ দেন চকরিয়া পৌরসভার ১নং, ২নং, ৩নং ওয়ার্ড, ৮নং ও ৯নং ওয়ার্ড সহ আশপাশের এলাকা থেকে হাজারো বিক্ষুব্ধ মুসল্লীরা।

সরেজমিনে দেখা যায়, কাকারা, বরইতলী, হারবাং, ডুলহাজারা, লক্ষ্যারচর, শাহারবিল সহ বেশকটি ইউনিয়নে জুমার নামাজের পর বিক্ষোভ করেছে শত শত মুসল্লী । এদিকে মুসল্লীদের নিরাপত্তা ও অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে মোড়ে অবস্থান করে চকরিয়া থানা পুলিশ। শান্তিপুর্ন এ বিক্ষোভ মিছিল গুলোর সামনে-পেছনের নিরাপত্তার ছিল চকরিয়া থানা অসংখ্য পুলিশ । আজ শুক্রবার জুমার নামাজের আগে থেকেই পৌর সদরের সমজিদ গুলোর আশেপাশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরা।

পাঠকের মতামত: