ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

কক্সবাজারে পেশাদার দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ছুরি-বাইক উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা :: কক্সবাজার শহরের টেকপাড়া এলাকা থেকে ছোড়াসহ পেশাদার দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে দুটি টিপ ছোড়া ও একটি মটর সাইকেল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শহরের পূর্ব মোহাজের পাড়া এলাকার নুরুল আবসারের ছেলে শহিদুল ইসলাম ওরফে ভাগিনা (২৩) ও ঘোনার পাড়া এলাকার হানিফের ছেলে মোহাম্মদ আমির খান (২০)।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। পূর্বকোণকে তিনি বলেন, পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দুইজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাদের দেহ তল্লাশি করে দুটি টিপ ছুরি ও একটি নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

তিনি আরও বলেন, এরমধ্যে শহিদুল ইসলামের বিরুদ্ধে চারটি ও আমির খানের বিরুদ্ধে পাঁচটি (অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি) মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল যোগে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল।

পাঠকের মতামত: