ঢাকা,বুধবার, ১৫ মে ২০২৪

প্রার্থী বাদ পড়েছেন বর্তমান তিন ইউপি চেয়ারম্যান গিয়াস, জসিম ও মিরান

চকরিয়ার ৮টি ইউনিয়নে আ.লীগের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার অবশিষ্ট ৮টি ইউনিয়নে আসন্ন ২৬ ডিসেম্বরে নির্বাচন অনুষ্টিত হবে। এ ৮ ইউপিতে আ.লীগের প্রার্থী ঘোষণা করেছে। আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ।

৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার ৮টি ইউনিয়নের ৮ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।

২৩ নভেম্বর মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় চতুর্থ ধাপের নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়। মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান তিন ইউপি চেয়ারম্যান।
তারা হলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের গিয়াস উদ্দিন চৌধুরী, চিরিংগা ইউনিয়নের জসিম উদ্দিন ও হারবাং ইউনিয়নের মিরানুল ইসলাম মিরান।

চকরিয়া উপজেলায় আসন্ন ২৬ ডিসেম্বরের নির্বাচনে আ.লীগ কতৃক নৌকা প্রতিক নিয়ে যারা নির্বাচন করবেন তারা হলেন, বমুবিলছড়ি ইউনিয়নে মনজুর কাদের, বরইতলী ইউনিয়নে এটিএম জিয়াউদ্দিন জিয়া, চিরিঙ্গা ইউনিয়নে শাহনেওয়াজ, ফাঁসিয়াখালীতে হেলাল উদ্দিন হেলালী, হারবাং ইউনিয়নে মেহরাজ উদ্দিন মিরাজ, ডুলাহাজারা ইউনিয়নে শাহনেওয়াজ তালুকদার ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আজিমুল হক আজিম।

নতুন মুখ এসেছেন বমুবিলছড়ি ইউনিয়নে মনজুর কাদের, চিরিঙ্গা ইউনিয়নে শাহনেওয়াজ, ফাঁসিয়াখালীতে হেলাল উদ্দিন হেলালী ও ডুলাহাজারা ইউনিয়নে শাহনেওয়াজ তালুকদার।

পাঠকের মতামত: