ঢাকা,বুধবার, ১৫ মে ২০২৪

চকরিয়ায় নৌকার প্রার্থীদের গলায় টাকার মালা পরানোর হিড়িক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতিক পাওয়া প্রার্থীদের গলায় টাকার মালা পরানোর হিড়িক পড়েছে। একের পর এক প্রার্থীদের গলায় টাকার মালা পরিয়ে দিচ্ছেন সমর্থকরা। আবার এনিয়ে অনেকে সমালোচনাও করছেন। ক্ষমতাসীন দলের প্রার্থীদের টাকার মালা পরানোর প্রতিযোগিতায় সাধারণ প্রার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টাকার মালা পরানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সাধারণ প্রার্থীদের দাবী, কেন্দ্রে প্রভাব ও ভোটারদের আকৃষ্ট করতে এধরণের অসম প্রতিযোগিতা করছেন তারা। সমর্থকরা নিজেদের টাকা দিয়ে মালা গেথে প্রচার-প্রচারণাকালে পছন্দের প্রার্থীদের গলায় এসব টাকার মালা পরাচ্ছেন। প্রার্থীরাও সানন্দে টাকার মালা পরিয়ে নিজেরা স্বাচ্ছন্দবোধ করছেন বলেও জানান অনেক সমর্থক। টাকার মালায় ১০০০টাকা, ৫০০টাকা, ২০০ টাকা ও ১০০ টাকার নোট স্থান পাচ্ছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীকে ইলিশিয়া এলাকায় প্রচারণা চালাতে গিয়ে সমর্থকরা গলায় টাকার মালা পরিয়ে দেয়া হয়। একইভাবে কোনাখালী ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী জাফর আলম সিদ্দিকী ও বিএমচর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী বদিউল আলমকে তার সর্মথকরা টাকার মালা পরিয়ে দেন।
পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সমর্থকরা খুশি হয়ে টাকার মালা পরিয়ে দিচ্ছে।
তবে স্থানীয় সচেতন মহল মনে করেন, টাকা মালা পরিয়ে দেয়ার বিষয়টি এবার নতুন না হলেও আগে কখনো এত বেশী টাকার মালা পরানোর ঘটনা হয়নি। টাকা ছিদ্র করে মালা গাঁথাও এক প্রকার রাস্ট্রীয় সম্পদ নষ্টের সামিল।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, টাকার মালা দেওয়ার বিষয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের আওতায় পড়ে না।

পাঠকের মতামত: