ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

রামুতে ৫ ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচনঃ ঈড়গড়ে ফিরোজ, গর্জনিয়ায় নজরুল, কচ্ছপিয়ায় নোমান, কাউয়ারখোপে মোস্তাক, রশিদনগরে শাহ আলম চেয়ারম্যান নির্বাচিত

Unti-1 copyসোয়েব সাঈদ, রামু :::

রামুতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর ভরাডুবি হয়েছে। মনোনয়ন বঞ্চিত হয়েও নির্বাচনে রামু উপজেলার চার ইউনিয়নেই আওয়ামীলীগ দলের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একটি বিজয় পেয়েছেন বিএনপি দলীয় প্রার্থী। প্রশাসনের কড়া নিরাপত্তায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে গতকাল শনিবার (২৮ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট কেন্দ্রের বাইরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা ভোটারদের মাঝে কোন প্রভাব ফেলতে পারেনি। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে ফলাফল ঘোষনা সম্পন্ন করেন ইউএনও সেলিনা কাজী।

ঈড়গড় ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো (আনারস) ৩০৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি’র প্রার্থী নুরুল আজিম ২৯৬৫ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী (নৌকা) ২০১৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর দিদারুল ইসলাম (মটর সাইকেল) ১৯ ভোট পেয়েছেন। কাউয়ারখোপ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাক আহাম্মদ (ঘোড়া) ৪১৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি’র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক (ধানের শীষ) ৩৫৪০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এ ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী শফিউল আলম (নৌকা) ১৫৮৬ ভোট, এস এম আবদুল মালেক (মটর সাইকেল) ৭৪০ ভোট ও জামায়াতে ইসলামীর মো. হানিফ (আনারস) ৫৬৩ ভোট পেয়েছেন।

রশিদনগর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী এম ডি শাহ আলম (আনারস) ২৪৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম বিএনপি দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল করিম পেয়েছেন (ধানের শীষ) ১৮৫৫ ভোট। এ ইউনিয়নে বিএনপির বিদ্রোহীর প্রার্থী সিরাজুল ইসলাম (ঘোড়া) ১৭৪৪ ভোট ও আওয়ামীলীগ দলীয় প্রার্থী বজল আহমদ বাবুল (নৌকা) ১৫৪৪ ভোট পেয়েছেন।

কচ্ছপিয়া ইউনিয়নে বিএনপি দলীয় প্রার্থী আবু মোহাম্মদ ইসমাঈল নোমান (ধানের শীষ) ৩৯৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাকের আহমদ (আনারস) ৩৯৫৬ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী (নৌকা) ৩৪৭৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

গর্জনিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (আনারস) ৪ হাজার ৯৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি দলীয় প্রার্থী গোলাম মওলা চৌধুরী (ধানের শীষ) ৩ হাজার ৯৮ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী পেয়েছেন (নৌকা) ১ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন।

পাঠকের মতামত: