ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার  অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র‌্যাব

চকরিয়া উপজেলার বদরখালীতে প্যারাবনে সংঘবদ্ধ কিশোরী ধর্ষণ ঘটনায় মামলার এজাহারনামীয় অন্যতম আসামী ফারুক (২৭) কে অবশেষে চকরিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর আভিধানিক টিমের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দিবাগত রাতে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার  কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ ফারুক চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুটিয়াখালী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। গতকাল দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে তাঁকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কক্সবাজার ১৫ র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম সেবা) বলেন, গত রোববার (৫ জানুয়ারি) রাত দশটার দিকে বাঁশখালী উপজেলার বোনের বাড়ি থেকে মহেশখালী উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন ১৫ বছর বয়সের ওই কিশোরী। ওইসময় বদরখালী ফেরীঘাট এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় উঠে বদরখালী সেতু পার হওয়ার সময় কয়েকজন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশা থেকে নামিয়ে সেতু লাগোয়া প্যারাবনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
এ ঘটনায় গণধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদ বদরখালী সহ কক্সবাজারের বিভিন্ন স্থানে মানববন্ধন ও মশাল মিছিল করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশীব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে  চকরিয়া থানায় মামলা দায়ের করেন।
তিনি বলেন,  ঘটনাটি সম্পর্কে তথ্য পাওয়ার পরপরই গণধর্ষণকারীদের দ্রুত গ্রেফতারে অভিযান তৎপরতা শুরু করেন র‌্যাব-১৫। পাশাপাশি চলে র‌্যাবের গোয়েন্দা নজরদারী। এরই একপর্যায়ে  বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দিবাগত রাতে র‌্যাব-১৫, সিপিএসসি কক্সবাজার ক্যাম্পের একটি চৌকস আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার  কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার অন্যতম আসামী মোঃ ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ফারুক কিশোর ধর্ষণকাণ্ডের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
র‌্যাব ১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম সেবা) বলেন, গ্রেফতারকৃত আসামিকে তাঁর বিরুদ্ধে আনীত অপরাধ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে  চকরিয়া থানায় পাঠানো হচ্ছে। ##

পাঠকের মতামত: