ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রামুতে কাঠভূর্তি পিকআপ উল্টে নিহত ১, আহত ৪

nihotরামু প্রতিনিধি ::

কক্সবাজারের রামু উপজেলার কাউয়াখোপ উখিয়ার ঘোনা-গর্জনিয়া উঁচু পাহাড়ি সড়কে সামাজিক বনায়নের কাঠভূর্তি পিকআপ ভ্যান উল্টে পাহাড়ি খাদে পড়ে ১ জন নিহত এবং আহত হয়েছে ৪ জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে গর্জনিয়া থেকে রামুমুখি একটি সামাজিক বনায়নের কাঠভূর্তি পিক আপ উল্টে পাহাড়ের তলিতে পড়ে যায়। এসময় ফতেখাঁরকুল হাইটুপী এলাকার মৃত মোঃ কাসিমের ছেলে গাড়ির শ্রমিক নুরুল হক (৪৮) প্রাণ হারান এবং আহত হন আরও ৪ জন।

জানা গেছে দূর্ঘটনা কবলিত গাড়ির কাঠের মালিক স্থানীয় লাকড়ী ব্যবসায়ী গিয়াস ও রোকনের ।

এদিকে রামু থানার এস আই পার্থ ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

 

 

পাঠকের মতামত: