ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

রামুকে বাল্য বিয়ে মুক্ত করার ঘোষনা দিলেন ইউএনও

wwwসোয়েব সাঈদ, রামু :::

কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভায় রামু উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করার ঘোষনা দিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী।

গতকাল মঙ্গলবার (৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।

“অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” এ প্রতিপাদ্যে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম।

সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, ব্র্যাক সিইপি এর রাফুল আমিন, জাগো নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা সুব্রত বড়–য়া, পাল্স এর সমন্বয়কারি নুরুল আলম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বাল্য বিয়ে রোধ ও নারী নির্যাতন বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য নারী ফোরামকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। নারীর অধিকার ও সম্মান রক্ষায় সব মহলকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্র্যাক সামজিক ক্ষমতায়ন, কর্মসূচির তত্ত্বাবধানে সূর্যমুখি, ধ্রুবতারা, ঝলক, গায়েনপাড়া, উত্তর লামারপাড়া, সুগন্ধা পল্লী সমাজ মহিলা সমিতির শতাধিক নারী সদস্য, বেসরকারি সংস্থা পাল্স, জাগো নারী উন্নয়ন সংস্থা, ডাকভাঙ্গা বাংলাদেশ, কোস্ট ট্রাস্ট এর কর্মকর্তা ও সদস্য, ইমাম, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: