ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

৪১৩ জনকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

mail.google.comপ্রেস বিজ্ঞপ্তি :::

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধার স্বাক্ষর রাখা কক্সবাজার জেলার দরিদ্র ৪১৩ শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে কক্সবাজার জেলা পরিষদ। রবিবার দুপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এসব বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান নির্বাহী খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রাশাসক মোস্তাক আহমদ চৌধুরী।

সহকারি প্রকৌশলী সোহেল রানার সঞ্চালনায় বৃত্তিপ্রদান অনুষ্ঠানে জানানো হয়, জেলার স্থায়ী দরিদ্র বাসিন্দারের মাঝে মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া ৩৪৬ জনকে জনপ্রতি ৩ হাজার ৫’শ টাকা ও উচ্চ মাধ্যমিকের ৬৭ জনকে ৪ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।

বৃত্তি প্রদান কালে উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন আহমেদসহ কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। ###

পাঠকের মতামত: