ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

হঠাৎ প্রবল বর্ষনে যানজট ও জলজটে মানুষের ভোগান্তি চরমে…………

12খালেদ হোসেন, টাপু :::

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি এনে দিয়েছিল হঠাৎ বৃষ্টি। এই বৃষ্টি পলকেই ভুলিয়ে দেয় অসহ্য গরমের কষ্ট। কিন্তু এত সুখ-স্বস্তি সয় না কক্সবাজার শহরবাসীর জীবনে। সোমবার ৪ জুলাই সকালে থেকে সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টিতে ক্রমেই জনজীবনে নেমে আসতে থাকে দুর্ভোগ। এরপর প্রবল বর্ষণে অচল হয়ে পড়ে কক্সবাজার। বন্দি হয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকার মানুষ। সংস্কারহীন খানাখন্দে ভরা সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বৃষ্টি, যানজট ও জলজটে কক্সবাজারের রূপ নেয় সেই ভোগান্তির শহরে।

সরেজমিনে দেখা যায়, সোমবার সকালের বৃষ্টি দুর্ভোগে ফেলে দেয় অফিস ও স্কুল-কলেজ, বিভিন্ন পেশার মানুষকে । টানা বর্ষনে কক্সবাজার শহরের বাজার ঘাটা, চাউল বাজার, বার্মিজ মার্কেট এলাকা, বাস টার্মিনাল সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। এসময় মহাসড়কসহ বিভিন্ন সড়কে উভয়মুখি চলাচলরত যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকা পড়তে দেখা যায়। এদিকে প্রবল বর্ষনে জেলার বিভিন্ন উপজেলায় জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পাঠকের মতামত: