ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে দোকান মালিক সমিতির প্রচারণা

ইমাম খাইর, কক্সবাজার :: করোনার এই সংকটে শপিংমল, দোকান, মার্কেটে ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে ব্যাপক কর্মসূচী পালন করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।
সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা, ক্রেতা বিক্রেতাদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার, নির্দিস্ট দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানানো হয়েছে।
২ মে সন্ধ্যায় শহরের সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও মাস্ক বিতরন করেন সমিতির সভাপতি রফিক মাহমুদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, যুগ্ম সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, সহ সভাপতি জামাল হোসেন মনু, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান।এ সময় হকার্স মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আবু মুছা, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা কমিটির সহ প্রচার সম্পাদক ফরিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা করোনার ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য নিজেদের মধ্যে ব্যাপক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি ক্রেতাদেরও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার জন্য অনুরোধ করেন।

পাঠকের মতামত: