ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

স্পেশাল ট্রেনে চড়ে কক্সবাজার আসবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

চকরিয়া নিউজ ডেস্ক ::
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কক্সবাজার সফরে আসছেন। আগামী ১৯ জুলাই চট্টগ্রাম রেলস্টেশন থেকে তিনি ‘ঈদ স্পেশাল ট্রেন-৯’–এর সুপার সেলুন কোচে ভ্রমণ করবেন। রেলমন্ত্রীর পর এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ট্রেনে ভ্রমণ করছেন।

স্পিকারের একান্ত সচিব (অতিরিক্ত সচিব) এম এ কামাল বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৯ জুলাই কক্সবাজারে ট্রেনে করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ১৮-২০ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার সফর করবেন তিনি। ১৮ জুলাই চট্টগ্রাম সফর করবেন। ১৯ জুলাই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন বিশেষ সেলুন কোচে করে।’

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্পিকার কক্সবাজার স্পেশাল ট্রেনে করে যাবেন। সে জন্য বিশেষ সেলুন কোচ সংযোজন করা হয়েছে। সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে কক্সবাজারের দিকে।’

পাঠকের মতামত: