ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সোমবার সারাদেশে বিএনপি’র বিক্ষোভ

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ও তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। আগামী সোমবার সারাদেশে মহানগর ও জেলা সদরে এ কর্মসূচী পালন করা হবে। আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এ কর্মসূচী ঘোষণা করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই বিএনপি নেতা দাবি করেন, তারেক রহমানকে ধারাবাহিকভাবে হয়রানি করার চেষ্টা চালানো হলেও আদালতে এবং আন্তর্জাতিক সংস্থার তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। প্রেস রিলিজে তারেক রহমানে বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির ঘটনায় বিএনপি’র পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

পাঠকের মতামত: