ঢাকা,শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

সাবেক সাংসদ আব্দুর রহমান বদি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি :  টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার জিইসি মোড়ের একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যা বের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ আগস্ট টেকনাফের মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে আব্দুর রহমান বদিকে ১নং আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করে ও ৫০/৬০ জন অজ্ঞাত আসামি করে টেকনাফ থানায় ওই মামলা দায়ের করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইয়াবাকাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

পাঠকের মতামত: