ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

সাতকানিয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক ::   সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আশ-শেফা হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

১০ এপ্রিল বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আবরাদ (আড়াই মাস) উপজেলার দক্ষিণ রূপকানিয়া হাজী পাড়ার শাহ আলমের পুত্র।

এ ঘটনায় শিশুর স্বজনরা হাসপাতাল ভাংচুর করার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত শিশুর পিতা শাহ আলম জানান, ঠান্ডাজনিত রোগ নিয়ে এক সপ্তাহ আগে আশ-শেফা হাসপাতালে ভর্তি করেন। সেখানে শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোজ্জামেলের তত্তাবধানে চিকিৎসাধীন ছিলেন। আজ ছিল শিশুর ঠান্ডাজনিত রোগের শেষ ডোজ। শেষ ডোজ দেয়ার সাথে সাথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিশান বড়ুয়া জানান, সকাল থেকে শিশুটির শারিরীক অবস্থার অবনতি হয়। পরে তাকে উন্নত চিকিৎসার চট্টগ্রামে প্রেরণ করা হয়। হাসপাতালে শিশুর চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন নিহত শিশুর স্বজন ও এলাকাবাসীরা।

পাঠকের মতামত: