ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি ::

সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. কামাল উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার বিকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ফকির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী ও ছদাহা ইউনিয়নের আফঝল নগর এলাকার মৃত আশরাফ আলী প্রকাশ টুনু মিয়ার পুত্র মাওলানা মো. কামাল উদ্দিন গতকাল বিকালে ছদাহা ফকির হাট এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই ইয়ামিন সুমন ও এএসআই আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১৮টি মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

পাঠকের মতামত: