মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম :: সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের লামা প্রতিনিধি ইলিয়াছ আরমান ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি নাজিম উদ্দিন রানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় আলীকদম প্রেসক্লাবের সামনে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত প্রতিনিধিদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলীকদম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও আলীকদম রিপোর্টার্স ক্লাবের সভাপতি শুভরঞ্জন বড়ুয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লামার আজিজনগরে এক নারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক ইলিয়াছ আরমান ও নাজিম উদ্দিন রানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা দায়ের করেন। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মহল বিশেষের ইন্ধনে এই মিথ্যা মামলা করা হয়।
বক্তারা আরো বলেন, ‘সাংবাদিকদের পেশাগত স্বার্থরক্ষায় আলীকদমে কর্মরত সাংবাদিকরা এক ও অভিন্ন অবস্থানে রয়েছে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো বন্ধুপ্রতীম সাংবাদিক অন্য উপজেলায়ও প্রতিপক্ষের দ্বারা আক্রান্ত হন, তবে সেখানেও আমরা অধিকার আদায়ে একাত্ম আছি।’ অনতিবিলম্বে দুই সাংবাদিককে জড়িয়ে দায়ের মিথ্যা করা মামলা প্রত্যাহার করার জন্য তারা দাবী জানান।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর লামা আজিজনগর ইউনিয়নে অনুষ্ঠিত একটি মানববন্ধন ও প্রতিবাদ সভার নিউজ কাভার করেন সাংবাদিকরা। এ অজুহাতে খুরশিদা নামে একজন মহিলা চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ইলিয়াছ ও নাজিমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
পাঠকের মতামত: