ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

সরকার যতোদিন চাইবে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে: সেনাপ্রধান

সরকার যতোদিন চাইবে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ বুধবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় কাজ করছে সেনাবাহিনী। করোনা পরিস্থিতি মোকাবিলা করতে যা যা করা প্রয়োজন সেনাবাহিনী তাই করবে।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানান, গার্মেন্টেস বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। যারা চালাতে পারবেন তারা স্বাস্থ্য বিধি মেনে চালাতে পারবেন।

মন্ত্রী জানান, দুই শতাংশ সুদে রপ্তানি খাতে ৫ হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে।

পাঠকের মতামত: