ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সরকার অটোপাস করেছে বলে শিক্ষার্থীরাও অটোপাস -ডা. জাফরুল্লাহ চৌধুরী

ফাইল ছবি
সময় : ২০১৪ এবং ১৮ সালে কোনো পরীক্ষা ছাড়াই, সরকার অটোপাস করেছে বলে, করোনার অজুহাতে শিক্ষার্থীদেরও অটোপাস দিয়েছে। যা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাবে বলে মনে করেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় অন্য বক্তারা বলেন, রাজপথে শিক্ষার্থীরা নেমে এলে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে।

জাতীয় প্রেসক্লাবে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ উদ্যোগে আয়োজন করা হয় গোলটেবিল বৈঠকের। যেখানে করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের অটোপাসে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করা হয়। বক্তাদের দাবি, এতে বেকায়দা পড়বে শিক্ষার্থীরা।

বক্তাদের মতে, অতীতের কোন এক সময়ের মতো এবারও অটোপাশের কলঙ্ক বহন করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন আলোচকরা।

পাঠকের মতামত: