ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

‘সজীব ওয়াজেদ জয় লীগ’-এর সঙ্গে আমার সম্পর্ক নেই: জয়

image_162614_0নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নামে একটি সংগঠন করার খবর আসে। জয় জানিয়েছেছন, ওই সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ সময় সোমবার রাতে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে তিনি এ কথা জানান।

জয় লিখেছেন, ‍“আশা করি সবাই ভালো আছেন। আমি ভালোভাবেই ওয়াশিংটনে পৌঁছেছি। একটা খবর আমার নজরে এসেছে যে, কেউ “সজীব ওয়াজেদ জয় লীগ” খুলে বসেছে। এই লীগ পুরোপুরি অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এর কোনো সম্পর্ক নেই।”

তিনি বলেন, “আমার পরিবার এবং আমি চাই না যে অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার হোক। এতে কেবলই আমাদের দল এবং পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার মাতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।”

 

পাঠকের মতামত: