ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

শেখ হাসিনা হারলে কারো পিঠের চামড়া থাকবে না : জেনারেল মাসুদ উদ্দিন

ডেস্ক নিউজ ::
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী।

এ সময় মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। ফেনী-৩ আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। তিনি মান অভিমান ভুলে আগামী ৩০ ডিসেম্বর মহাজোটের সব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে লাঙল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। মহাজোটের প্রার্থী হারলে শেখ হাসিনা হারবেন। আর শেখ হাসিনা হারলে কারো পীঠের চামড়া থাকবে না। দলের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে তিনি বলেন, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

পাঠকের মতামত: