ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

শিলখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি :::pekua-pic-prize-bitaron-21-03-17_1
পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্টান ও অভিভাবক সমাবেশ ২১ মার্চ শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোছাইন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হাসেমের পরিচালনায় অনুষ্টিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্রগ্রামের পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ,এম,এম শাহজাহান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য শামশুদ্দিন আহমদ, সাবেক এমইউপি মোস্তাক আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম, বিশিষ্ট শিক্ষানুরাগী জহির উদ্দিন আহমদ, শিলখালী ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী বেলাল উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কমরুদ্দিন আহমদ, নুরুল কবির, গিয়াস উদ্দিন, আবু তাহের এমইউপি, মাস্টার জামাল হোসাইন, মিসেস তসলিমা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

পাঠকের মতামত: