ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

লেবু তুলতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট কৃষক

লোহাগাড়া প্রতিনিধি ::

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্য হাতির আক্রমণে মো. আবদুল করিম (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনার গর্জনিয়া খাল এলাকার পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

বন বিভাগের বড়হাতিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান ও স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবদুল করিম গর্জনিয়া খাল এলাকার পাহাড়ের ঢালে নিজের বাগান থেকে লেবু তুলতে যান। এ সময় বন্য হাতির একটি দল খাদ্যের খোঁজে সেখানে অবস্থান করছিল। একটি বন্য হাতি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারার পর পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ চৌধুরী বলেন, এলাকার লোকজন হাতির আক্রমণের খবর পেয়ে হরিদার ঘোনার গর্জনিয়া খাল এলাকায় গিয়ে নিহত কৃষকের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ সময় হাতির পালটি পাশের পাহাড়ে অবস্থান করছিল।

বন বিভাগের লোকজন জানান, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার পশ্চিমের পাহাড়ে প্রায় সময় বন্য হাতির দল দেখা যায়। হাতির দল মাঝেমধ্যে পার্শ্ববর্তী এলাকার ফল ও সবজিখেতে হানা দিয়ে ক্ষতি করে। হাতির আক্রমণে প্রাণহানির ঘটনাও ঘটে। এর আগে গত ১ মে সন্ধ্যায় সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের ফকিরের ঘোনা এলাকায় হাতির আক্রমণে শামসুল আলম নামের এক কৃষক মারা যান।

পাঠকের মতামত: